সাফল্য একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর মূল লক্ষ্য পেশাজীবীদের সক্ষমতা বাড়াতে সাহায্য করা।
সাফল্য একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। সাফল্য এর লোগোটি বাংলাদেশ এ ট্রেডমার্ক রেজিস্ট্রেশান করা।
সাফল্য এর সব প্রকাশনা বিনামূল্লে ব্যবহার করা যাবে। তবে প্রকাশনার সাথে সাফল্যের ব্যানার প্রকাশ করতে হবে এবং লেখাটি সাফল্লের থেকে সংগৃহীত উল্লেখ করতে হবে।
নিম্নে ব্যনার ও লেখাটি দেয়া হল,
—————–
সাফল্য ডট কম (www.safollo.com) থেকে সংগৃহীত,