012313_US-Tax-Law_-401K-2013১৯৯৭ সাল থেকে আইআরএস কীভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা হবে তা নির্বাচনের সুযোগ মালিকদেরকে দিয়ে আসছে। এর ফলে আপনি সি কর্প বা চলমান প্রতিষ্ঠান – এই দুইটির মাঝে যেকোন একটিকে বেছে নিতে পারেন (বিশ্বজুড়ে যাকে চেক বক্স বলা হয়)

তবে কিছু কিছু ক্ষেত্রে কর ব্যবস্থা বাছাই করার সুযোগ থাকে না। যদি প্রতিষ্ঠানটি কোন কর্পোরেশন হয়, তাহলে সেটাকে কর্পোরেশন হিসেবেই ধরে নিতে হবে (যদি সেটার সি কর্প স্ট্যাটাস না থাকে)। সাধারণত সেসব পার্টনারশিপ ও এলএলসিকে সি কর্প হিসেবেই ধরে নেওয়া হবে।

লক্ষ্য করুন: বিদেশী প্রতিষ্ঠানের জন্য হয়ত বিশেষ নিয়ম প্রযোজ্য হতে পারে।

অন্য সব ধরনের পার্টনারশিপকে হয় সি কর্প বা চলমান প্রতিষ্ঠানের ভিত্তিতে করের আওতায় আনা হতে পারে (পার্টনারশিপ হিসেবে বা যদি সি কর্প স্ট্যাটাস থাকে, তাহলে সেটার ভিত্তিতে)। দুই বার ততোধিক সদস্যের এলএলসি হলে সি কর্প বা পার্টনারশিপ বা এস কর্প হিসেবে কর ব্যবস্থা বেছে নিতে পারে। এক সদস্য বিশিষ্ট এলএলসি (যেখানে এটি প্রযোজ্য) হলে সি কর্প বা এস কর্প হিসেবে কর ব্যবস্থা বেছে নিতে পারে বা পুরো প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করতে পারে। যদি এলএলসিটি কোন একক মালিকানায় থাকে তাহলে সোল প্রপ্রিইয়েটরশিপের মত করে সেই মালিকের উপরে কর আরোপ করা হবে (ক্ষতি হলে তা মালিকের উপরেই বর্তাবে)। সাধারণত, পার্টনারশিপ এবং বহু সদস্য বিশিষ্ট এলএলসি পার্টনারশিপ হিসেবেই কর দিয়ে থাকে।

যে কোন ব্যবস্থারই নিজস্ব ফল থাকে। যেমন, গত বছর আপনি কর্পোরেট কর দিয়েছেন আর এই বছর আপনি পার্টনারশিপ হিসেবে কর দিতে চাইলে ধরে নেওয়া হবে যে আপনার প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাচ্ছে এবং সে অনুযায়ী আপনাকে কর দিতে হবে (নিচে দেওয়া হল)। সব দেশেরই কর বিষয়ক নিজস্ব আইন রয়েছে। কোন কোন দেশের হয়ত একটি এলএলসির উপর পার্টনারশিপ হিসেবে কর আরোপ করার পরও পুরো প্রতিষ্ঠানের আয়ের উপরেও কর আরোপ করা হতে পারে। আপনি আপনার প্রতিষ্ঠানকে একভাবে করের আওতায় নিয়ে আসতে চাইলেও হয়ত আইনের চোখে আপনার প্রতিষ্ঠানটি অন্যভাবে কর দেওয়ায় যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে।

ধরন বেছে নেওয়া

আপনি যেভাবে আপনার ব্যবসা পরিচালনা করতে চান এবং লাভ-ক্ষতি হিসেব করতে চান সে অনুযায়ী কোন ধরনটি আপনার জন্য ভাল হবে তা নিয়ে এখন আলোচনা করা যাক। কিসের সাথে তুলনা করব? এটাই মূল প্রশ্ন। আমরা কর যোগ্য সি কর্প প্রতিষ্ঠানের সাথে চলমান প্রতিষ্ঠানের তুলনা করে দেখব, সেই সাথে চলমান প্রতিষ্ঠানের সবগুলো ধরন একটা আরেকটার সাথে তুলনা করে দেখব। এছাড়াও এক ধরন থেকে আরেক ধরনে রূপান্তরের ফলে করের ক্ষেত্রে কী প্রভাব পড়বে তাও আমরা এখানে তুলে ধরব।

ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সি কর্প ধরনটা জরুরি হয়ে উঠতে পারে। যেমন, যদি প্রতিষ্ঠানটি পাবলিকলি পরিচালিত হতে চায়, তখন সি কর্প ধরনটাই যুক্তিযুক্ত।

লক্ষ্য করুন: কিছু কার্যক্রমের জন্য, বিভিন্ন দেশের আইন অনুযায়ী কর্পোরেট ধরনটাই যুক্তিযুক্ত এবং এস কর্প ধরনটা হয়ত গ্রহণযোগ্য নাও হতে পারে। কর ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে সি কর্প দুই দফায় কর দিয়ে থাকে, প্রথম কর (প্রতিষ্ঠানের উপর) এর সীমা মালিকদের উপর করের চেয়ে কম হতে পারে এবং দ্বিতীয় কর (মালিকদের উপর) স্থগিত করা হতে পারে যতক্ষণ না পর্যন্ত তারা প্রতিষ্ঠান থেকে কোন ধরনের লভ্যাংশ বা সম্পত্তি না পাচ্ছে।

সাবধানতা: মালিকদেরকে মূল্যবৃদ্ধির সম্পদ বিতরণ বা এ ধরনের সম্পদ বিক্রি ও তার অর্থ বন্টন – যেটাই হোক না কেন, এই দুটোর উপর কর প্রতিষ্ঠান এবং মালিক দুই পক্ষের উপরেই বর্তাবে। এমতাবস্থায় এসব সম্পদ আর কোন সুযোগ হিসেবে বিবেচিত হবে না যাতে দুই দফা কর ব্যবস্থা এড়িয়ে যাওয়া যায়।

মালিকদের উপর হয়ত কমে যাওয়া লভ্যাংশের উপর কর আরোপ করা হতে পারে। এটি তখনই প্রযোজ্য যখন কর্পোরেট প্রতিষ্ঠানের মূল্যবৃদ্ধির সম্পদ বিতরণ করা হয় এবং ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত চলমান কর্পোরেশনদের বরাদ্দকৃত লভ্যাংশের উপরেও প্রযোজ্য ছিল।

সাবধানতা: বিতরণের আগ পর্যন্ত কর্পোরেশনের তহবিল ধীরে ধীরে গড়ে উঠতে পারে। তবে, মালিকদের উপর চূড়ান্ত কর এবং কর্পোরেট কর দুটো মিলে প্রতিষ্ঠানের লাভের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

একটি সি কর্প কর্পোরেট কর কমানোর জন্য প্রতিষ্ঠানের সব বা বেশিরভাগ আয় বিভিন্ন সুযোগ-সুবিধার আকারে মালিকদেরকে দিয়ে দিতে পারে। এসব অর্থ পরিশোধকে ব্যবসায়িক খরচ হিসেবে কেটে নেয়া যায়,এবং এর ফলে চলমান প্রতিষ্ঠানের মত শুধু মালিকদের উপরেই কর বর্তাবে, কারণ প্রতিষ্ঠানের উপর কর আরোপ করার মত কোন কিছুই থাকবে না। ব্যক্তিগত সেবামূলক ব্যবসায় এটি সবচেয়ে ভাল কাজ করে কারণ এসব ব্যবসায় পূর্ণ ব্যবসায়িক খরচ দেওয়ার সুযোগ থাকে।

সাবধানতা: অন্য ক্ষেত্রে আইআরএস এবং আদালত এই খরচ কর্তন সীমিত করে দিতে পারে যদি মালিকদের খরচ অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত হয় বা যখন মূলধন থেকে অর্জিত লাভ বা যারা মালিক নন তাদের চেষ্টা দিয়ে অর্জিত লাভ বিতরণ করা হয়, তখন তা আংশিকভাবে অকর্তনযোগ্য হয়ে যায়। মোট কথা, কিছু কিছু ব্যবসা হয়ত তাদের কার্যক্রমের জন্য সি কর্প স্ট্যাটসকে গুরুত্বপূর্ণ মনে করতে পারে। তবে তুলনামূলকভাবে খুব কম ক্ষেত্রেই  কর ব্যবস্থা বিবেচনায় নিয়ে  এই ধরনটি বেছে নেওয়া হতে পারে।

[অনুবাদ]

< প্রথম পর্ব > < দ্বিতীয় পর্ব >

পৃষ্ঠপোষকতায় –

sponsor---Khair-Tax

Similar Posts

Leave a Reply